
স্টিভ ওয়াহর ১৬৮ ম্যাচকে পেছনে ফেলে টেস্টের চূড়ায় উঠেছেন শচীন টেন্ডুলকার। টেস্ট ক্যারিয়ারের ২০ বছরে ১৬৯ ম্যাচের পথে টেন্ডুলকারের উল্লেখযোগ্য সব অর্জন একবার দেখা যাক—
* টেস্টের ইতিহাসে সর্বোচ্চ ১৩ হাজার ৭৪২ রান।
* প্রথম ব্যাটসম্যান হিসেবে ১২ হাজার ও ১৩ হাজার রানের মাইলফলক অতিক্রম।
* সুনীল গাভাস্কারের পর ১০ হাজার রান অতিক্রম করা ভারতের দ্বিতীয় ব্যাটসম্যান।
* টেস্টে সর্বোচ্চ ৪৮ সেঞ্চুরি।
* দ্বিতীয় কম বয়সী ব্যাটসম্যান হিসেবে ১৯৯০ সালে অভিষেক টেস্ট সেঞ্চুরি।
* ২০ বছরে পা দেওয়ার আগেই রেকর্ড পাঁচটি সেঞ্চুরি।
* সব কটি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সেঞ্চুরি করার রেকর্ড। টেন্ডুলকার ছাড়া এ রেকর্ড রয়েছে স্টিভ ওয়াহ ও গ্যারি কারস্টেনের।
* সবচেয়ে বেশিবার ৫০-এর বেশি রান সংগ্রহের রেকর্ড (১০৩ বার, ৪৮ সেঞ্চুরি, ৫৫ হাফ সেঞ্চুরি)।
* ৪ নম্বরে ব্যাটিং করে সর্বোচ্চ রান সংগ্রহ (২২৩ ইনিংস, ১১ হাজার ৫৩৪ রান)।
* সবচেয়ে বেশি শত রানের জুটি গড়ার বিশ্ব রেকর্ড (রাহুল দ্রাবিড়ের সঙ্গে ১৮টি)।
* সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরির জুটি গড়ার বিশ্ব রেকর্ড (১৭টি)।
* প্রথম ৩২টি ম্যাচ খেলার অভিজ্ঞতা ভিন্ন ভিন্ন ভেন্যুতে।
* ভারতের হয়ে একমাত্র ক্রিকেটার হিসেবে সবচেয়ে বেশি টেস্ট জয় (৫৬) ও হারের (৪৫) অভিজ্ঞতা।
* একবারও আউট না হয়ে ভারতের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৩০০ রান সংগ্রহ।
* সব কটি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে অন্তত দুটি সেঞ্চুরি করা একমাত্র ব্যাটসম্যান।
—ওয়েবসাইট
* টেস্টের ইতিহাসে সর্বোচ্চ ১৩ হাজার ৭৪২ রান।
* প্রথম ব্যাটসম্যান হিসেবে ১২ হাজার ও ১৩ হাজার রানের মাইলফলক অতিক্রম।
* সুনীল গাভাস্কারের পর ১০ হাজার রান অতিক্রম করা ভারতের দ্বিতীয় ব্যাটসম্যান।
* টেস্টে সর্বোচ্চ ৪৮ সেঞ্চুরি।
* দ্বিতীয় কম বয়সী ব্যাটসম্যান হিসেবে ১৯৯০ সালে অভিষেক টেস্ট সেঞ্চুরি।
* ২০ বছরে পা দেওয়ার আগেই রেকর্ড পাঁচটি সেঞ্চুরি।
* সব কটি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সেঞ্চুরি করার রেকর্ড। টেন্ডুলকার ছাড়া এ রেকর্ড রয়েছে স্টিভ ওয়াহ ও গ্যারি কারস্টেনের।
* সবচেয়ে বেশিবার ৫০-এর বেশি রান সংগ্রহের রেকর্ড (১০৩ বার, ৪৮ সেঞ্চুরি, ৫৫ হাফ সেঞ্চুরি)।
* ৪ নম্বরে ব্যাটিং করে সর্বোচ্চ রান সংগ্রহ (২২৩ ইনিংস, ১১ হাজার ৫৩৪ রান)।
* সবচেয়ে বেশি শত রানের জুটি গড়ার বিশ্ব রেকর্ড (রাহুল দ্রাবিড়ের সঙ্গে ১৮টি)।
* সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরির জুটি গড়ার বিশ্ব রেকর্ড (১৭টি)।
* প্রথম ৩২টি ম্যাচ খেলার অভিজ্ঞতা ভিন্ন ভিন্ন ভেন্যুতে।
* ভারতের হয়ে একমাত্র ক্রিকেটার হিসেবে সবচেয়ে বেশি টেস্ট জয় (৫৬) ও হারের (৪৫) অভিজ্ঞতা।
* একবারও আউট না হয়ে ভারতের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৩০০ রান সংগ্রহ।
* সব কটি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে অন্তত দুটি সেঞ্চুরি করা একমাত্র ব্যাটসম্যান।
—ওয়েবসাইট
No comments:
Post a Comment