CRICKET LIVE STREAMING

Wednesday, August 4, 2010

 ১৬৯ ম্যাচের পথে টেন্ডুলকারের যত অর্জন


স্টিভ ওয়াহর ১৬৮ ম্যাচকে পেছনে ফেলে টেস্টের চূড়ায় উঠেছেন শচীন টেন্ডুলকার। টেস্ট ক্যারিয়ারের ২০ বছরে ১৬৯ ম্যাচের পথে টেন্ডুলকারের উল্লেখযোগ্য সব অর্জন একবার দেখা যাক—
* টেস্টের ইতিহাসে সর্বোচ্চ ১৩ হাজার ৭৪২ রান।
* প্রথম ব্যাটসম্যান হিসেবে ১২ হাজার ও ১৩ হাজার রানের মাইলফলক অতিক্রম।
* সুনীল গাভাস্কারের পর ১০ হাজার রান অতিক্রম করা ভারতের দ্বিতীয় ব্যাটসম্যান।
* টেস্টে সর্বোচ্চ ৪৮ সেঞ্চুরি।
* দ্বিতীয় কম বয়সী ব্যাটসম্যান হিসেবে ১৯৯০ সালে অভিষেক টেস্ট সেঞ্চুরি।
* ২০ বছরে পা দেওয়ার আগেই রেকর্ড পাঁচটি সেঞ্চুরি।
* সব কটি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সেঞ্চুরি করার রেকর্ড। টেন্ডুলকার ছাড়া এ রেকর্ড রয়েছে স্টিভ ওয়াহ ও গ্যারি কারস্টেনের।
* সবচেয়ে বেশিবার ৫০-এর বেশি রান সংগ্রহের রেকর্ড (১০৩ বার, ৪৮ সেঞ্চুরি, ৫৫ হাফ সেঞ্চুরি)।
* ৪ নম্বরে ব্যাটিং করে সর্বোচ্চ রান সংগ্রহ (২২৩ ইনিংস, ১১ হাজার ৫৩৪ রান)।
* সবচেয়ে বেশি শত রানের জুটি গড়ার বিশ্ব রেকর্ড (রাহুল দ্রাবিড়ের সঙ্গে ১৮টি)।
* সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরির জুটি গড়ার বিশ্ব রেকর্ড (১৭টি)।
* প্রথম ৩২টি ম্যাচ খেলার অভিজ্ঞতা ভিন্ন ভিন্ন ভেন্যুতে।
* ভারতের হয়ে একমাত্র ক্রিকেটার হিসেবে সবচেয়ে বেশি টেস্ট জয় (৫৬) ও হারের (৪৫) অভিজ্ঞতা।
* একবারও আউট না হয়ে ভারতের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৩০০ রান সংগ্রহ।
* সব কটি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে অন্তত দুটি সেঞ্চুরি করা একমাত্র ব্যাটসম্যান।
—ওয়েবসাইট

No comments:

Post a Comment

kazi-music