আজ আনন্দ ডেস্ক
বলিউডের এক সময়ের আলোচিত জুটি সালমান খান-ঐশ্বরিয়া রাই। এ দুজনই এখন দুভুবনের বাসিন্দা। অভিষেক বচ্চনের সঙ্গে ঘর বেঁধে ঐশ্বরিয়া সংসার করলেও সালমান খান এখনো বিয়ে করেননি। সম্প্রতি অ্যাশ-অভি দম্পতির ঘরে সন্তান আসছে এমন খবরে সালমান খানও শুভ কামনা জানিয়েছেন। শুভ কামনায় তিনি বলেছেন, এ জুটির ঘরে কেবল একটি নয়, পুরো ক্রিকেট দলের ১১ জন খেলোয়াড়ের জন্ম হোক। তিনি তার প্রতিক্রিয়ায় আরো বলেন, অসংখ্য শুভ কামনা অনাগত সন্তানের দাদার জন্য। আর অ্যাশ-অভি যেন পুরো একটি ক্রিকেট দলই তৈরি করে ফেলে। সালমান খান এবং অভিষেক বচ্চনের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক খুব বেশি ঘনিষ্ঠ না হলেও বিগবির সঙ্গে সালমানের খাতির রয়েছে বেশ। মনে যাই থাকুক সাবেক প্রেমিকার প্রথম সন্তান ধারণের খবরে সালমান খান মজা করেই শুভ কামনা জানিয়েছেন।
No comments:
Post a Comment