CRICKET LIVE STREAMING

Sunday, June 26, 2011

 আইফা অ্যাওয়ার্ডে শাহরুখ

কানাডায় পৌঁছে এভাবেই ক্যামেরাবন্দী হলেন শাহরুখ খান


ছয়-ছয়টি বছর আইফা অ্যাওয়ার্ডের শামিয়ানার নিচে দেখা যায়নি তাঁকে। তাই ভক্তকুলের আগ্রহ ছিল টইটম্বুর। শুক্রবার সেই দীর্ঘ বিরতি ভেঙে আইফা অ্যাওয়ার্ডে অংশ নেওয়ার জন্য কানাডায় হাজির শাহরুখ খান। যথারীতি ভক্তরা মৌমাছির মতো ছেঁকে ধরল তাঁকে। তরুণীরা স্লোগানে স্লোগানে মুখর করে তুলল চারপাশ, ‘এসআরকে, কাম হিয়ার! এসআরকে, কাম হিয়ার!’ ভ্রমণের ঝক্কি থাকলেও ভক্তদের উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত শাহরুখ। পাশে দাঁড়িয়ে ছবি তুলে এবং অটোগ্রাফ দিয়ে এই বলিউড তারকাও তাঁর প্রতিদান দিলেন। এদিকে স্থানীয় নিরাপত্তাকর্মীরা গলদঘর্ম। কাষ্ঠহাসি হেসে তাঁরা বলছেন, ‘অনেক তারকাই তো এখানে এলেন গেলেন, কিন্তু এমন চাপ এর আগে সামলাতে হয়নি, বাপরে বাপ!’ ওয়েবসাইট।

No comments:

Post a Comment

kazi-music