শীর্ষ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট করপোরেশন তাদের পরবর্তী অপারেটিং সিস্টেম উইন্ডোজ আটের কিছু বৈশিষ্ট্যের কথা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। এতে উইন্ডোজের আগের সংস্করণের চেয়ে অনেক পরিবর্তন আনা হয়েছে। নতুন অপারেটিং সিস্টেমে স্পর্শ-ভিত্তিক (টাচস্ক্রিনের জন্য) ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে।
উইন্ডোজের নতুন সংস্করণের নকশায় স্টার্ট মেনুর পরিবর্তে থাকবে রঙিন স্টার্ট স্ক্রিন। এই স্ক্রিনে প্রোগ্রামের স্থির আইকন ও উইজেট (লাইভ টাইলস) থাকবে, যা ক্রমাগত হালনাগাদের তথ্য জানাবে।
উইন্ডোজ আটে গুগলের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের মতো সহজেই এক প্রোগ্রাম থেকে আরেক প্রোগ্রামে যাওয়া যাবে। অপারেটিং সিস্টেমের মধ্যে রয়েছে আবহাওয়া, পুঁজিবাজার, খবর ইত্যাদির আলাদা আলাদা প্রোগ্রাম। আসন্ন ওয়েব ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার ১০-এর সঙ্গেও এটি ব্যবহার করা যাবে বলে ধারণা করা হচ্ছে। —ডিজিটাল ট্রেন্ডস অবলম্বনে আবুল হোসেন
No comments:
Post a Comment