CRICKET LIVE STREAMING

Wednesday, May 4, 2011

 ২০ ওভারে ৩০৯!

ক্রিকেটে সব ম্যাচেরই যদি রেকর্ড রাখা হতো, হবিগঞ্জের বানিয়াচংয়ের ফোকাস ক্রিকেট ক্লাব ও এর ব্যাটসম্যান লিটনের নাম রেকর্ড বইয়ে জায়গা পেত নিশ্চিত! সিরাজুল হোসেন খান স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেটের সেমিফাইনালে কাল ফোকাস ক্রিকেট ক্লাব ২০ ওভারে তোলে ৩০৯ রান! লিটন মাত্র ৪৫ বলে করেছেন ১৫০ রান! যার ১৪২ রানই ছক্কা আর চার থেকে, ১৭টি ছক্কা, ১০টি চার! জবাবে সূর্যতরুণ ১৪৯ রানে অলআউট। ফাইনালের পথে ফোকাস ক্লাব জিতেছে ১৬০ রানে।
নারায়ণগঞ্জে এনায়েতদের সংবর্ধনা: জাতীয় ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জ জেলা দলের খেলোয়াড়দের সংবর্ধনা দিল নিট কনসার্ন ব্যাডমিন্টন ক্লাব। কাল ক্লাবের ইনডোরে পুরুষ এককের চ্যাম্পিয়ন এনায়েতউল্লাহকে ১০ হাজার টাকা, মহিলা এককের চ্যাম্পিয়ন শাপলা আক্তারকে ৫ হাজার টাকা এবং দ্বৈত ও মিশ্র দ্বৈতে চ্যাম্পিয়নদের ৫ হাজার টাকা করে দিয়েছে ক্লাবটি।
—নারায়ণগঞ্জ প্রতিনিধি

No comments:

Post a Comment

kazi-music