পাঠক ভোটে বিজয়ী হলেন যাঁরা
সেরা টিভি অভিনয়শিল্পী (পুরুষ): জাহিদ হাসান (গ্র্যাজুয়েট)
সেরা টিভি অভিনয়শিল্পী (নারী): নূসরাত ইমরোজ তিশা (গ্র্যাজুয়েট)
সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী (পুরুষ): শাকিব খান (ভালোাবাসলেই ঘর বাধা যায়না)
সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী): মৌসুমী (গোলাপী এখন বিলেতে)
সেরা কণ্ঠশিল্পী (পুরুষ) হাবিব ওয়াহিদ (প্রজাপতি)
সেরা কণ্ঠশিল্পী (নারী): ন্যান্সি (শিশির ভেজা)
সমালোচকদের রায়ে বিজয়ী হলেন যাঁরা
সেরা চিত্রনাট্যকার (টিভি): ইফতেখার আহমেদ ফাহমি (সেলুলয়েড ম্যান)
সেরা টিভি নির্দেশক : অনিমেষ আইচ (কাঁটা)
সেরা টিভি অভিনয়শিল্পী (পুরুষ): শহীদুজ্জামান সেলিম (কাঁটা)
সেরা টিভি অভিনয়শিল্পী (নারী): দীপান্বিতা হালদার (কাঁটা)
সেরা চলচ্চিত্র: রানওয়ে (প্রযোজক: ক্যাথরিন মাসুদ)
সেরা চিত্র পরিচালক: আবু সাইয়িদ (অপেক্ষা)
সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী (পুরুষ): জয়ন্ত চট্টোপাধ্যায় (অপেক্ষা) ও চঞ্চল চৌধুরী (মনের মানুষ)
সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী): মিরানা জামান (অপেক্ষা) ও রাবেয়া আক্তার মনি (রানওয়ে)
আজীবন সম্মাননা পুরস্কার ২০১১
ফিরোজা বেগম
No comments:
Post a Comment