সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক ও শীর্ষ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট করপোরেশন গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে একটি জোট গঠনের ঘোষণা দিয়েছে। এই জোটের কাজ হবে শিশু পর্নোগ্রাফির ওয়েবসাইট এবং যারা এসব ওয়েবসাইট শেয়ার করে, তাদের খুঁজে বের করা। শিশু পর্নো ওয়েবসাইট খুঁজে বের করতে ফেসবুক মাইক্রোফটের তৈরি ফটো ডিএনএ প্রযুক্তি ব্যবহার করবে।
ফেসবুকের অ্যাসিসট্যান্ট জেনারেল কাউন্সিল ক্রিস সন্ডারবি বলেন, ‘মাইক্রোসফটের সঙ্গে যৌথভাবে এ কাজ করতে পারব ভেবে আমরা খুবই উৎসাহ বোধ করছি। আমি মনে করি, ফেসবুকের জন্য এটা দারুণ একটা সুযোগ। এর মাধ্যমে শিশু পর্নোগ্রাফি অনেকখানি রোধ হবে বলে ধারণা করছি।’
সন্ডারবি বলেন, ‘এ পর্যন্ত আমরা দুই কোটি শিশুর ছবি স্ক্যান করেছি। ফটো ডিএনএ প্রযুক্তির মাধ্যমে আমরা খুঁজে বের করব কোন শিশুরা পর্নো ওয়েবসাইটগুলোতে ব্যবহূত হয়েছে। ফটো ডিএনএ ফেসবুকে আপলোড হওয়া লাখ লাখ শিশুর ছবি স্ক্যান করবে। এরপর এসব ছবি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়টেড চিলড্রেনের (এনসিএমইসি) ডেটাবেইসে সংরক্ষিত শিশুদের ছবির সঙ্গে মিলিয়ে দেখা হবে। যেসব শিশুর ছবি মিলে যাবে, সেগুলো আলাদা করে রাখা হবে। এরপর যারা এসব পর্নো ওয়েবসাইটের সঙ্গে জড়িত, তাদের খুঁজে বের করবে পুলিশ।
—এএফপি অবলম্বনে রোকেয়া রহমান
No comments:
Post a Comment