CRICKET LIVE STREAMING

Friday, April 22, 2011

 ৩৮ কেজির কেক পাচ্ছেন টেন্ডুলকার

শচীন টেন্ডুলকার

শচীন টেন্ডুলকার


২২ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। ক্রিকেটের সঙ্গে সম্পর্কের শুরু তারও আগে। জীবনের বেশির ভাগটাই কেটেছে মাঠে। বেশির ভাগ জন্মদিনের কেক কেটেছেন ড্রেসিংরুমে, সতীর্থদের সান্নিধ্যে। ৩৮তম জন্মদিনটাও মাঠেই কাটবে শচীন টেন্ডুলকারের।
আগামীকাল ভারতের ব্যাটিং কিংবদন্তির সেই জন্মদিন। কিন্তু এদিন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের খেলা আছে। ডেকান চার্জার্সের বিপক্ষে ম্যাচটি হবে হায়দরাবাদে। সেখানেই টেন্ডুলকারের জন্মদিনের উৎসব আয়োজনের ব্যবস্থা চলছে। টেন্ডুলকার নিজে জাঁকালো কিছু করতে চান না। জন্মদিনটা একান্ত আপনজন আর সতীর্থদের নিয়েই কাটাতে ভালোবাসেন টেন্ডুলকার। কিন্তু এবার মনে হয় জাঁকজমকের সঙ্গেই উদ্যাপিত হবে তাঁর জন্মদিন। এই জন্মদিন যে এল বিশ্বকাপ জেতার পরপর।
এবারের জন্মদিনের পার্টিতে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানিও থাকছেন। নীতা মুম্বাই ইন্ডিয়ানসের মালিকও। থাকবেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র তারকারাও। টেন্ডুলকারের স্ত্রী অঞ্জলি তাঁর দুই সন্তানকে নিয়ে উড়ে যাচ্ছেন হায়দরাবাদে। সেখানকার আইটিসি কাকাতিয়া হোটেলও নাকি গ্র্যান্ড পার্টি দিতে যাচ্ছে। ৩৮ কেজি ওজনের বিশাল কেক বানানো হয়েছে।
বলিউড তারকাদের মধ্যে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান, প্রীতি জিনতা, শিল্পা শেঠিরাও আমন্ত্রিত।
ওয়েবসাইট।

No comments:

Post a Comment

kazi-music