CRICKET LIVE STREAMING

Saturday, March 12, 2011

 দুজন একসঙ্গে

শাহরুখ খান ও শাকিরা

শাহরুখ খান ও শাকিরা


শাকিরার ভক্তের অভাব নেই সারা দুনিয়ায়। কিন্তু শাহরুখ খানের মতো কাউকে নিজের ভক্তদের তালিকায় পাওয়াটা যে কারও জন্যই বড় ঘটনা। শাকিরার সঙ্গে শাহরুখের প্রথম দেখা হয়েছিল দক্ষিণ আফ্রিকায়, গেল বছর বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলার দিনে। প্রিয় গায়িকা শাকিরার সঙ্গেই এবার জুটি বাঁধছেন শাহরুখ খান। শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্সের মিউজিক ভিডিওতে তাঁদের দেখা যাবে একসঙ্গে। এই মিউজিক ভিডিওর গান গেয়েছেন রাহাত ফতেহ আলী খান। মালয়েশিয়ায় ডন ২ ছবির শুটিং শেষ হওয়ার পরপরই শাহরুখ শুরু করবেন এই মিউজিক ভিডিওর কাজ। ওয়েবসাইট।

No comments:

Post a Comment

kazi-music