CRICKET LIVE STREAMING

Saturday, March 12, 2011

 জাপানের পাশে

লেডি গাগা, জাস্টিন বিবার, অ্যালিসিয়া কিজ

লেডি গাগা, জাস্টিন বিবার, অ্যালিসিয়া কিজ


অদ্ভুত সব কাণ্ডকীর্তির জন্য বিখ্যাত লেডি গাগা। কিন্তু গাগারও যে ভেতরে ভেতরে একটা দরদি মন আছে, তার পরিচয়ই পাওয়া গেল আরেকবার। জাপানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত লোকজনের জন্য একটা কিছু করার কথা ভাবছেন তিনি। ক্ষতিগ্রস্ত জাপানিদের সাহায্যার্থে লেডি গাগা বাজারে এনেছেন বিশেষ এক ধরনের বালা। এই বালা বিক্রি করে পাওয়া অর্থের পুরোটাই যাবে জাপানে সুনামি ও ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত লোকজনের কাছে।
তবে লেডি একা নন; তাঁর সঙ্গে যোগ দিয়েছেন অ্যালিসিয়া কিজ ও জাস্টিন বিবারের মতো তারকারাও।
‘জাপান আমার সবচেয়ে প্রিয় জায়গাগুলোর একটি। জাপানি সংস্কৃতি আর মানুষজনের কোনো তুলনা হয় না। আমাদের সবারই তাদের পাশে দাঁড়ানো উচিত।’ বিবার লিখেছেন তাঁর টুইটার-বার্তায়। ওয়েবসাইট।

No comments:

Post a Comment

kazi-music