CRICKET LIVE STREAMING

Saturday, February 19, 2011

বাংলাদেশ-ভারত ম্যাচে

ভারতের রান-উত্সবেও ভাটা পড়েনি গ্যালারির লাল-সবুজের উন্মাদনায়

ভারতের রান-উত্সবেও ভাটা পড়েনি গ্যালারির লাল-সবুজের উন্মাদনায়

প্রথম আলো


শেবাগের ১৭৫
 শেবাগের সর্বোচ্চ রান, আগের সর্বোচ্চ ১৪৬ (শ্রীলঙ্কার বিপক্ষে, রাজকোট, ২০০৯)।
 বাংলাদেশের মাটিতে সর্বোচ্চ ইনিংস। আগের সর্বোচ্চ ১৪১, টেন্ডুলকার, ভারত-অস্ট্রেলিয়া, ১৯৯৮।
 মিরপুরে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। আগের সর্বোচ্চ অপরাজিত ১২৯, সালমান বাট, পাকিস্তান-ভারত, ২০০৮।
 বাংলাদেশের বিপক্ষে ২য় সর্বোচ্চ, সর্বোচ্চ ১৯৪*, চার্লস কভেন্ট্রি, জিম্বাবুয়ে, ২০০৯।
 শেবাগের ১৪তম ওয়ানডে সেঞ্চুরি।
 বিশ্বকাপে শেবাগের ২য় সেঞ্চুরি, বাংলাদেশের বিপক্ষে প্রথম।

ভারতের ৩৭০

 বাংলাদেশের মাটিতে সর্বোচ্চ রান
 বাংলাদেশের বিপক্ষে ভারতের সর্বোচ্চ
 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের সর্বোচ্চ রান
 ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ৩য় সর্বোচ্চ
 বাংলাদেশের মাটিতে তিন শ পেরোনো ১৫তম স্কোর।

কোহলির ১০০*

 ওয়ানডেতে ভারতীয় ব্যাটসম্যানের পঞ্চম সেঞ্চুরি।
 বাংলাদেশের বিপক্ষে কোহলির দ্বিতীয় সেঞ্চুরি (আগেরটিও ছিল মিরপুরে)।

২০৩ রানের জুটি

 শেবাগ-কোহলির ২০৩ রানের জুটি তৃতীয় উইকেটে মিরপুরে সর্বোচ্চ (আগের রেকর্ড ১৩০*, আশরাফুল-নাফিসের, আয়ারল্যান্ডের বিপক্ষে, ২০০৮)।
 বিশ্বকাপে যেকোনো উইকেটে অষ্টম সেরা।
 বিশ্বকাপে তৃতীয় উইকেট জুটিতে তৃতীয় সর্বোচ্চ। সেরা টেন্ডুলকার-দ্রাবিড়ের অপরাজিত ২৩৭ (কেনিয়ার বিপক্ষে, ১৯৯৯)।
 বাংলাদেশের বিপক্ষে যেকোনো জুটিতে ষষ্ঠ সর্বোচ্চ রান।
 বাংলাদেশের মাটিতে ৫ম ও মিরপুরের ৪র্থ সর্বোচ্চ জুটি।

No comments:

Post a Comment

kazi-music