CRICKET LIVE STREAMING

Saturday, February 19, 2011

 ‘মুঘল-ই-আজম’ ছবির ক্যামেরা

শাহরুখ খান

শাহরুখ খান


শাহরুখ খানের প্রিয় ছবি মুঘল-ই-আজম। কে আসিফ পরিচালিত ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৬০ সালে। ছবিতে অভিনয় করেছিলেন পৃথ্বীরাজ কাপুর, দিলীপ কুমার আর মধুবালা। ছবির শুটিংয়ে যে ক্যামেরাটি ব্যবহার করা হয়েছিল, সেটি অনেক আগেই সংগ্রহ করেছেন শাহরুখ। বেশ যত্নের সঙ্গে রেখে দিয়েছেন বাড়িতে নিজের ব্যক্তিগত সংগ্রহশালায়।
জানা গেছে, সেই মুঘল-ই-আজম নিয়ে শাহরুখ খানের উদ্যোগে সম্প্রতি তৈরি হয়েছে ৪০ মিনিটের একটি তথ্যচিত্র। এটি প্রযোজনা করছে তাঁর নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট। শিগগিরই দেখা যাবে তথ্যচিত্রটি। এখানে শাহরুখকে দেখা যাবে সূত্রধরের ভূমিকায়।

No comments:

Post a Comment

kazi-music