CRICKET LIVE STREAMING

Tuesday, February 1, 2011

ইসলাম সম্পর্কে বিতর্কিত মন্তব্যের কারণে রোষের মুখে সিঙ্গাপুরের নেতা

ইসলাম সম্পর্কে বিতর্কিত মন্তব্যের কারণে রোষের মুখে সিঙ্গাপুরের নেতা

আধুনিক সিঙ্গাপুরের স্থপতি যাঁকে বলা হয়, সেই লি কুয়ান ইউ দেশের মুসলমানদের ওপরে দারুণ নাখোশ হয়েছেন৷ বলেছেন, মুসলমানদের মাত্রাতিরিক্ত ধার্মিক আচরণই সিঙ্গাপুরের সমাজের সঙ্গে তাদের সম্পূর্ণ সম্পৃক্ত হওয়াকে ব্যাহত করছে৷

আর লিএর এই মন্তব্যের পরেই সিঙ্গাপুরের নেতারা দেশের মালয় মুসলিম সম্প্রদায়কে শান্ত করতে তাদের প্রতি অতিরিক্ত মনোযোগী হয়েছেন৷ ৫০ লাখ জনগোষ্ঠীর এই দ্বীপ রাষ্ট্রটি কঠোরভাবে নিয়ন্ত্রিত৷ এইখানে বহু বর্ণের মানুষের বাস৷ ‘হার্ড ট্রুথ টু কিপ সিঙ্গাপুর' নামের নতুন একটি বই-এ লি-এই এই মন্তব্য করেন৷ লি বলেন,‘‘ মুসলমানরা না আসা পর্যন্ত খুব চমৎকারভাবেই আমরা এগিয়ে যাচ্ছিলাম৷''

৮৭ বছর বয়সের লি বলেন, ‘‘মুসলমানদের চেয়ে অন্য যে কোন সম্প্রদায় সহজেই সমাজের মূল স্রোতে সম্পৃক্ত হতে পারে৷'' লি কুয়ান ইউ-এর ছেলে লি হিয়েন লুং বর্তমানে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী৷ পরামর্শদাতা মন্ত্রী হিসেবে এক সম্মানজনক পদে ছেলের মন্ত্রীসভায় রয়েছেন লি৷ লি'র মতে, ইসলাম ছাড়া আমরা সব বর্ণ এবং ধর্মেরই সমন্বয় ঘটাতে পারি৷ লি আরও বলেন, ‘‘মুসলমানরা সামাজিকভাবে কোন সমস্যার সৃষ্টি করে না বটে, তবে তারা স্বতন্ত্র এবং আলাদা৷''

সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতার এই মন্তব্য দেশটির মুসলমানদের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে৷ স্থানীয় ইন্টারনেট ফোরামে অনেকেই কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন৷ সেখানে একজন মন্তব্য করেছেন, ‘‘তুমি কে বা তোমার পরিবার কী প্রার্থনা করে, তুমি কী খাও বা কী পান করো তা তোমার ব্যাপার৷ আমরা মুসলমানরা তা গ্রাহ্য করি না৷'' ঐ ব্যক্তি লি-কে উদ্দেশ্য করে বলেন, ‘‘তুমি নিজের চরকায় তেল দাও৷''

আধুনিকতার আহ্বানের জবাবে আরেকজন বলেছেন, ‘‘লি অজ্ঞতা থেকে সব কথা বলেছেন, ঐ সমালোচনার জন্যে ক্ষমা চাওয়া উচিত, কারণ এটাই ইসলামের পথ৷'' সিঙ্গাপুর'স এ্যাসোসিয়েশন অফ মুসলিম প্রফেশনালস এক বিবৃতিতে বলেছে, লি-এর এই মন্তব্য ‘অত্যন্ত দুঃখজনক'৷ তারা যেন ক্ষতিকারক কিছু করছে এবং এই মন্তব্যের মাধ্যমে বিভেদ সৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ এ্যাসোসিয়েশনটি বলেছে, ‘‘অন্যান্য সিঙ্গাপুরিদের মতো আমরা ধর্মবিশ্বাস এবং কাজের ক্ষেত্রে বৈচিত্র উপভোগ করছি৷ একজন ভালো মুসলমান ইসলামের ব্যাপারে যেমন কর্তব্যপরায়ণ হন, তেমনই একজন ভালো সিঙ্গাপুরিও বটে৷''

লি-এর এই মন্তব্যের ব্যাখ্যা দাবি করেছে গোষ্ঠিটি৷ তারা বলছে, লি মন্ত্রীসভার একজন গুরুত্বপূর্ণ সদস্য, তাই তাঁর এই মন্তব্য প্রশ্নের জন্ম দিয়েছে৷ তারা বলছে, অন্য রাজনৈতিক নেতাদের চিন্তা-ভাবনাই লি-এর মন্তব্যে প্রকাশ পেয়েছে কিনা, তার ব্যাখ্যা দিতে হবে৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

No comments:

Post a Comment

kazi-music