আবারও প্রফেসর শাহরুখ!
কিং খান শাহরুখ ছাড়া পরিচালক বন্ধু করণ জোহরের সিনেমা কল্পনাই করা যায় না। করণের প্রথম সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’ থেকে ‘মাই নেম ইজ খান’ পর্যন্ত শুধু অভিনয় নয়, শাহরুখ বরং বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়েছেন বন্ধুত্বের খাতিরে। কিন্তু করণ যখন ঘোষণা দিলেন তার নতুন সিনেমা ‘স্টুডেন্ট অব দি ইয়ার’এর মূল চরিত্রে অভিনয় করবেন ক’জন নতুন মুখ, অনেকেরই ভ্রূ কুঁচকে গিয়েছিল। শাহরুখকে বাদ দিয়ে করণ আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রাকে মূল চরিত্রে নিয়ে সিনেমা বানাবেন, তা মেনে নিতে পারছিল না অনেকেই। তবে কি ফাটল ধরল শাহরুখ আর করণের বন্ধুত্বে? শুভাকাঙ্ক্ষীদের দুশ্চিন্তায় না রেখে করণ জানালেন, নতুন সিনেমাতেও প্রফেসর চরিত্রে দেখা যাবে শাহরুখকে। ২০০০ সালে ‘মোহব্বাতে’ সিনেমায় তিনি এমন এক চরিত্রে অভিনয় করেছিলেন, ১০ বছর পরে আবারও তাকে প্রফেসরের ভূমিকায় দেখা যাবে ‘স্টুডেন্ট অব দি ইয়ার’-এ। করণ এর মধ্যেই শাহরুখের ড্রেস বা মেকআপ নিয়ে চিন্তিত। কারণ, চরিত্রটি নাকি অনেক শক্তিশালী। তবে অন্য সিনেমাগুলোর মতোই এখানেই কিং খান শুধু অভিনেতা নন, অন্যতম একজন প্রযোজকও বটে।
গ্রন্থনা : বিনোদন ডেস্ক
গ্রন্থনা : বিনোদন ডেস্ক
No comments:
Post a Comment