CRICKET LIVE STREAMING

Monday, December 27, 2010

বাদ পড়লেন প্রিয়াঙ্কা


চেনত ভগতের টু স্টেটস উপন্যাস নিয়ে ছবি নির্মিত হতে যাচ্ছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ ছবির কেন্দ্রীয় চরিত্রে প্রিয়াঙ্কা চোপড়া এবং সাইফ আলী খান অভিনয় করছেন এমন খবর প্রকাশিত হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধার্থ নয়. টু স্টেটস ছবিটি নির্মাণ করতে যাচ্ছেন কামিনে খ্যাত নির্মাতা বিশাল ভরদ্বাজ। পরিচালকের পাশাপাশি ছবির অভিনয় শিল্পীও বদলে গেছে। সাইফের পরিবর্তে ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন শাহরুখ খান। অভিনয়ের পাশাপাশি ছবিটির প্রযোজনাও করবেন তিনি। এ কারণেই তিনি ছবিটির জন্য প্রিয়াঙ্কাকে বাদ দিয়ে নতুন অভিনেত্রী খুঁজতে বলেছেন পরিচালককে। গল্পের চাহিদার সঙ্গে প্রিয়াঙ্কা মানানসই নয়—এ বিষয়টি পরিচালককে বুঝিয়ে বলার পর তিনিও সানন্দে রাজি হয়েছেন। এখন ছবিটির জন্য নতুন নায়িকা খুঁজছেন পরিচালক। তবে বাদ পড়া নিয়ে মর্মাহত হননি প্রিয়াঙ্কা। কেননা তিনি শাহরুখের সঙ্গে দুটি ছবিতে কাজ করেছেন।

No comments:

Post a Comment

kazi-music