২০০৮ সালের মাঝামাঝি হঠাৎ করেই চলচ্চিত্রের প্লে-ব্যাক থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন গায়ক আসিফ। এরপর গত ১৬ মার্চ অডিও অ্যালবাম থেকেও বিদায় নেন তিনি। সে সময় সংবাদমাধ্যমকে আসিফ বলেছিলেন, এখন থেকে কোনো ধরনের অডিও অ্যালবামে তাঁর কোনো গান থাকবে না। তবে শুধু ভক্ত-শ্রোতাদের জন্য বাণিজ্যিকভাবে মঞ্চে গান করবেন। কিন্তু এবার আর তা-ও হচ্ছে না। এবার তিনি মঞ্চ থেকেও বিদায় নিচ্ছেন। ১২ বছরের সংগীতজীবনে কাল বৃহস্পতিবার তিনি শেষ কনসার্টে অংশ নিচ্ছেন।
আসিফ বলেন, ‘কাল আমার ১২ বছরের সংগীতজীবনের শেষ হবে। সবার সহযোগিতা এবং দোয়ার জন্য আমি কৃতজ্ঞ। আমি কথায় এবং কাজে সব সময় এক। যা বলি, তা করি। এখন থেকে ভবিষ্যতে আর কোনো ধরনের বাণিজ্যিক অনুষ্ঠানে গান করব না। তবে কিছু চ্যারিটি অনুষ্ঠানে হয়তো গাইব। তা-ও নির্ভর করবে আয়োজক কর্তৃপক্ষ এবং অনুষ্ঠানের ধরনের ওপর।’
চট্টগ্রামের ফয়’স লেকে আয়োজিত এই কনসার্টে তাঁর সঙ্গে আরও অংশ নেবেন মিলা ও রাজীব।
উল্লেখ্য, ১৯৯৮ সালে আসিফ চলচ্চিত্রের প্লে-ব্যাকের মাধ্যমে সংগীতজগতে পদার্পণ করেন। ‘রাজা নাম্বার ওয়ান’ চলচ্চিত্রে প্লে-ব্যাকের মাধ্যমে সংগীতজগতে এলেও ২০০০ সালে প্রথম একক ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবামে বেশ আলোচিত হন আসিফ।
No comments:
Post a Comment