
রা ডট ওয়ানে টম উ কে নিলেন শাহরুখ
সম্প্রতি জানা গেছে, ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খান তার প্রযোজিত ছবি রা ডট ওয়ানে একটু ভিন্নমাত্রা যোগ করতে এর একটি চরিত্রে অভিনয়ের জন্য চাইনিজ-আমেরিকান অভিনেতা টম উ কে নির্বাচিত করেছেন। খবর ইন্দো-এশিয়ান নিউজের।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ বিষয়ে কিং খান তার ট্যুইটারে লিখেছেন, ‘টম উ কে এই দুনিয়ায় স্বাগতম। তার মতো একজন বিনয়ী এবং ভালো অভিনেতাকে টীমে পাওয়া ভাগ্যের বিষয়।’ উল্লেখ্য, ‘রা ডট ওয়ান’ ছবিতে অর্জুন রামপাল এবং কারিনা কাপুরকেও দেখা যাবে বলেই জানা গেছে।
জানা গেছে, রা ডট ওয়ান ছবিতে মার্কিন সঙ্গীত শিল্পী একন টু ছবিটির জন্য একটি গান গাইবেন।
শাহরুখ প্রয়োজিত ছবিটি ২০১১ সালে মুক্তি পাবে বলেই আশা করা হচ্ছে। বর্তমানে ছবিটির শ্যুটিং এর কাজ চলছে।
উল্লেখ্য, ‘রিভলভার’, ‘সাংহাই নাইটস’, ‘ব্যাটম্যান বিগিনস’ এবং ‘টুম্ব রেইডার ২’ এর মতো সিনেমাগুলোতে টম উ কে এর আগেও দর্শকরা দেখেছেন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/শুভ/এইচআর/জুলাই ২২/১০
No comments:
Post a Comment