CRICKET LIVE STREAMING

Monday, September 27, 2010

আমিরের ৫০০ রুপি জরিমানা




সমপ্রতি এক মামলায় হাজির না থাকার কারণে বলিউডি অভিনেতা আমির খান, 'মঙ্গল পান্ডে' ছবির পরিচালক কেতন মেহতা ও প্রযোজক ববি মেহতাসহ আরও কয়েকজনকে জরিমানা করেছে স্থানীয় আদালত। এদিকে জানা গেছে, ৫ বছরের পুরনো একটি মামলায় হাজির না হওয়ায় আদালত তাদের প্রত্যেককে ৫০০ রুপি করে জরিমানা করে এই অর্থ দ-াদেশ দিয়েছে। উল্লেখ্য, ২০০৫ সালে মুক্তি প্রাপ্ত 'মঙ্গল পান্ডে' সিনেমায় স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধা মঙ্গল পান্ডে'র ছবি ভুলভাবে প্রদর্শনের দায়ে নাগরিক আইনে একটি মামলা হয়েছিল। এই মামলার বিচারক আজাদ সিং সমপ্রতি এই রায় প্রদান করেন।

No comments:

Post a Comment

kazi-music