CRICKET LIVE STREAMING

Monday, September 27, 2010

apu bishwas


বর্তমান প্রেক্ষাপটে চলচ্চিত্রাঙ্গনে ধীরে ধীরে বইছে সুবাতাস। আমরাও পাচ্ছি সুস্হ ধারার ছবি। সুস্হ ধারার ছবির পিছনে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন চলচ্চিত্র নির্মাতা, পরিচালক, প্রযোজক, অভিনেতা-অভিনেত্রীরা। অভিনেত্রীদের মধ্যে যারা সুস্হ চলচ্চিত্র দর্শকদের উপহার দেওয়ার জন্য আছেন তাদের মধ্যে একজন হলেন অপু বিশ্বাস। দর্শকদের হ্রদয় জয় করে নিয়েছেন তার অনবদ্য অভিনয় দিয়ে। তবে, কখনো ভাবেননি তিনি একজন অভিনয় শিল্পী হবেন। মডেল হওয়ার খুব ইচ্ছে ছিল এবং এখনো একজন ভালো মডেল হওয়ার বাসনা রয়েছে তার। বাবা-মা চাইতেন সঙ্গীত শিল্পী হবে। আর সেজন্য ছোটবেলা গানের স্কুলেও ভর্তি হয়েছিলেন। শুধু গান শিখেই তিনি ক্ষান্ত নন, নাচ শেখার জন্য তালিম নিয়েছিলেন। দীর্ঘ ছ-বছর নাচের প্রশিক্ষণ গ্রহণ করেন। এরপর ২০০৪ সালে লাক্স-এর ফটোসুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন এই গ্ল্যামারাস গার্ল অপু বিশ্বাস। প্রথম দশজনের মধ্যে স্হান পাওয়ায় অপুর আত্মবিশ্বাসটা আরো বেড়ে গিয়েছিলো।
'কাল সকালে' ছবিতে শাবনুরের বান্ধবী বাসন্তী চরিত্রে অভিনয় করে চলচ্চিত্রাঙ্গনে পদচারণা শুরু করেন। বর্তমানে তিনি সব নায়িকাকে ছাড়িয়ে এখন এক নম্বর স্হানটি দখল করার প্রতিযোগিতায় রয়েছেন। শুরু থেকে এখন পর্যন্ত অপু যে সব ছবিতে অভিনয় করেছেন তার সব ছবিতেই অভিনয়ের ধারাবাহিকতা রক্ষা করেছেন। আর এমনটাই বললেন পরিচালক সাফি ইকবাল। সাফি ইকবালের প্রায় এক ডজন ছবিতে কাজ করেছন অপু। এখন পর্যন্ত শাকিবের বিপরীতে সব ছবিতে অভিনয় করে অপু সাফল্য অর্জন করেছেন। এছাড়া অপু বিশ্বাস নতুন নতুন ছবিতে জুটি বেঁধেছেন রিয়াজ, আমিন খান, ফেরদৌস, ইমন ও নীরবের সঙ্গে। প্রয়াত মান্নার সাথেও জুটি বেধেঁছিলেন 'পিতামাতার আমানত' ছবিতে। রিয়াজের বিপরীতে 'বাজাও বিয়ের বাজনা', ইমনের বিপরীতে 'এক বুক ভালবাসা', ফেরদৌসের বিপরীতে 'শুভ বিবাহ', নবাগত আমানের বিপরীতে 'পৃথিবী টাকার গোলাম' ছবিগুলো অপুর আলাদা আলাদা ইমেজ তৈরির হাতিয়ার। বর্তমান সময়ের সবচেয়ে সফল, নামি প্রোডাকশনের ছবিতে অপু বিশ্বাস কাজ করছেন। এখন শাকিবের বিপরীতে প্রযোজকদের এক নম্বর পছন্দ অপু বিশ্বাস। সহজ কথায় অপুর উপর নির্ভরতা এখন শতভাগ প্রযোজকদের এটা তার শিডিউলের খাতাই বলে দেয় অপু এখন সময়ের সবচেয়ে সফল ও চাহিদা সম্পন্ন নায়িকা। বিশেষ করে যারা রোমান্টিক ছবি বানাতে চান, তাদের কাছে অপু হচ্ছেন প্রথম পছন্দ। নায়িকার তালিকায় অপু বিশ্বাস একটি বিশ্বস্ত নাম। মৌসুমী, শাবনুর, পপি, পূর্ণিমার পর অপু বিশ্বাস সবচেয়ে সফল একটি নামও। অপুর এই সফলতা যত দিন যাবে ততই বাড়বে। অপু বিশ্বাস এখন দুই ডজনের বেশি ছবিতে কাজ করছেন।
অনেক নায়িকাই একাধিক ছবি রিলিজ হয়েছিল একই দিনে। কিন্তু সবকটা ছবি সফল হওয়ার রেকর্ড ছিলনা। তবে সেটা অপু বিশ্বাস করে দেখিয়েছেন। শতভাগ সফল হয়েছে অপু বিশ্বাসের একই দিনে মুক্তি পাওয়া সব ছবি। অপু বিশ্বাস এখন সব নায়িকাকে ছাড়িয়ে এক নম্বর স্হানটি দখল করার প্রতিযোগিতায় রয়েছেন। অপু বিশ্বাস অভিনীত সবচেয়ে বেশি ব্যবসা সফল ছবি তারিকায় আছে 'কোটি টাকার কাবিন, পিতার আসন, চাচ্চু, দাদীমা, মিয়া বাড়ির চাকর, শুভ বিবাহ, মনে প্রাণে আছো তুমি, যদি বউ সাজো গো, আমাদের ছোট সাহেব। শাকিব খানের বিপরীতে 'মিয়া বাড়ির চাকর' ছবিতে অপু বিশ্বাসের অভিনয় দর্শকরা ভলোভাবেই গ্রহণ করেছেন। ছবিটি ভলো ব্যবসাও করেছে। দীর্ঘদিন সেন্সর জটিলতায় আটকে থাকা 'মিয়া বাড়ির চাকর' নিয়ে অনেকের মধ্যে সন্দেহ ছিল ছবিটি দর্শক গ্রহণ করবে কিন। কিন্তু আবারও প্রমাণ হলো শাকিবের বিপরীতে এই মুহুর্তে সবচেয়ে সফল দিন কাটছে অপু বিশ্বাসের। যেখানে শাবনূরের মতো নায়িকা শাকিব ও রিয়াজকে নিয়েও ফ্লপ ছবি উপহার দেন, সেখানে অপু বিশ্বাস, শাকিব খান তো বটেই ইমনকে নিয়েও হাঁটছেন সাফল্যের পথেই। 'মনে প্রাণে আছো তুমি' ছবির প্রযোজক অপু বিশ্বাসকে নিয়ে সবচেয়ে বেশি আশাবাদী। তিনি বলেন, অপু-শাকিবের সাথে জুটি বেঁধে যে ক্রেজ সৃষ্টি করেছ সেটা চলবে। দিন যত যাবে অপুর জনপ্রিয়তা ও চাহিদা তত বাড়বে। পুরানো জুটি ছাড়া কেউ এদেরকে টপকাতে পারবে না। মিরাকল ভাবে কোন জুটি এসে গেলে শাকিব-অপুকে ছাড়িয়ে যাবে। যেমনটি হয়েছিল নাঈম-শাবনাজ ও মৌসুমী-সালমান শাহ জুটির বেলায়। 'মনে প্রাণে আছো তুমি' ছবিটি ছিল রোমান্টিক গল্পানুসারে। একমাত্র রোমান্টিক ছবি এ স্লোগান নিয়ে ছবিটি মুক্তি দেওয়া হয়। এ রোমান্টিক ছবি বিষয়ে প্রযোজক বললেন, আমার ছবির গল্পটাই এমন ছিল যে আমি শাকিব-অপু ছাড়া ছবিটি বানাতাম না। শকিবের সাথে অপুর দূরত্ব চলছিল। শাকিব তখন অপুর সঙ্গে কাজ করতে অনাগ্রহ প্রকাশ করেছিলেন। আমি আমার সিদ্ধান্তে অটল ছিলাম। শেষ পযন্ত শাকিব জানালেন অপুকে নিতে। তবে এখন তাদের মধ্যে বেশ ভালো জানা-শোনা রয়েছে। দর্শক এদের মাধ্যমে ভবিষ্যতে ভালো কিছু ছবি দেখতে পাবেন। অল্প সময়েই অপু অনেক দূর পথ পাড়ি দিয়েছেন। মিডিয়া জগতে তার অবস্হান এখন অনেকটাই শক্ত। শ্র্রেষ্ঠত্ব লড়াইয়ে অপু বিশ্বাস তালিকার প্রথমে রয়েছেন। এ সম্পর্কে অপু বলেন, 'দর্শকরা আমাকে পছন্দ না করলে আজকে আমি অপু বিশ্বাস হতে পারতাম না। এর জন্য আমি দর্শকদের সবচেয়ে বড় ক্রেডিটটা দিতে চাই।' অপুর এই দীর্ঘ পথচলাতে দর্শকদের ভূমিকাই অগ্রগণ্য। অপুর সাফল্য অপুকে পৌছে দিবে একজন অভিনেত্র্রী হিসেবে সাফল্যের স্বর্ণচুড়ায়, এই আশা তার সকর শুভাকাঙ্খীদের

No comments:

Post a Comment

kazi-music