
কয়েক বছর আগেও পুরুষদের টেনিস মানেই ছিল রজার ফেদেরারের নাম। সুইজারল্যান্ডের এই তারকার রাজত্ব এখন রাফায়েল নাদালের দখলে। এ পর্যন্ত ১৬টি গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ড গড়েছেন ফেদেরার, তার পরও গ্র্যান্ডস্লামের ক্ষুধা মেটেনি তাঁর। টেনিসকে বিদায় জানানোর আগে আরও অন্তত চারটি, সব মিলিয়ে ২০টি গ্র্যান্ডস্লাম চান তিনি। বিবিসি।
আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ইউএস ওপেন। ফেদেরারের সামনে আরেকটি গ্র্যান্ডস্লাম জয়ের হাতছানি। ক্যারিয়ারের ১৬টি গ্র্যান্ডস্লামের মধ্যে উইম্বলডনে ছয়টি, আর ইউএস ওপেনে জিতেছেন পাঁচটি। কিন্তু এবার কি পারবেন ফেদেরার? বয়স হয়ে গেছে ২৯। নাদালের রাজত্বে নিজেকে আগের মতো মেলে ধরতে পারছেন না তিনি। শেষ পর্যন্ত ২০টি গ্র্যান্ডস্লামের দেখা পাবেন তো ফেদেরার?
আত্মবিশ্বাসী ফেদেরার বলছেন, ‘আমার বিশ্বাস, আমি পারব। তিনবার এক মৌসুমে তিনটি করে, অনেকবার বছরে দুটি করে গ্র্যান্ডস্লাম জিতেছি। আরও চারটি গ্র্যান্ডস্লাম পেতে আত্মবিশ্বাসী আমি।’
এ বছরের উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল ফেদেরারকে। খারাপ পারফরম্যান্সের জন্য ফিটনেসের অভাবকে দায়ী করেছিলেন। তবে এখন যেকোনো সময়ের চেয়ে বেশি ফিট দাবি করে ফেদেরার বলেন, ‘আমি এখন যথেষ্ট পরিণত। যেকোনো সময়ের চেয়ে বেশি ফিট।’website
আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ইউএস ওপেন। ফেদেরারের সামনে আরেকটি গ্র্যান্ডস্লাম জয়ের হাতছানি। ক্যারিয়ারের ১৬টি গ্র্যান্ডস্লামের মধ্যে উইম্বলডনে ছয়টি, আর ইউএস ওপেনে জিতেছেন পাঁচটি। কিন্তু এবার কি পারবেন ফেদেরার? বয়স হয়ে গেছে ২৯। নাদালের রাজত্বে নিজেকে আগের মতো মেলে ধরতে পারছেন না তিনি। শেষ পর্যন্ত ২০টি গ্র্যান্ডস্লামের দেখা পাবেন তো ফেদেরার?
আত্মবিশ্বাসী ফেদেরার বলছেন, ‘আমার বিশ্বাস, আমি পারব। তিনবার এক মৌসুমে তিনটি করে, অনেকবার বছরে দুটি করে গ্র্যান্ডস্লাম জিতেছি। আরও চারটি গ্র্যান্ডস্লাম পেতে আত্মবিশ্বাসী আমি।’
এ বছরের উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল ফেদেরারকে। খারাপ পারফরম্যান্সের জন্য ফিটনেসের অভাবকে দায়ী করেছিলেন। তবে এখন যেকোনো সময়ের চেয়ে বেশি ফিট দাবি করে ফেদেরার বলেন, ‘আমি এখন যথেষ্ট পরিণত। যেকোনো সময়ের চেয়ে বেশি ফিট।’website
No comments:
Post a Comment