CRICKET LIVE STREAMING

Thursday, August 12, 2010

 সিটিসেল-চ্যানেল আই সংগীত পুরস্কার ডিসেম্বরে বিনোদন প্রতিবেদক | তারিখ: ১২-০৮-২০১০

সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড এবার দেওয়া হবে ডিসেম্বরে। এরই মধ্যে এ আয়োজনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। সেই প্রস্তুতির খবর জানাতে গতকাল বুধবার চ্যানেল আইয়ের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলন হলেও শেষ পর্যন্ত তা লোকসংগীত, উচ্চাঙ্গসংগীত, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, আধুনিক গান ও ব্যান্ডসংগীতের শিল্পীদের মিলনমেলায় পরিণত হয়। এতে ছিলেন সোহরাব হোসেন, সুধীন দাশ, শেখ সাদী খান, শাম্মী আকতার, রফিকুল আলম, আবিদা সুলতানা, শাকিলা জাফর, ফাহমিদা নবী, অদিতি মহসিন, মনির খান, বাপ্পা মজুমদার প্রমুখ। তাঁরা আড্ডা দিলেন, কথা বললেন এবং জানালেন ষষ্ঠবারের এই আয়োজন নিয়ে নিজেদের অনুভূতির কথা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৬টি বিভাগে সেরাদের নির্বাচন করার জন্য তিন দফায় বিচারকাজ হবে। একজনকে দেওয়া হবে আজীবন সম্মাননা পুরস্কার। বিচারকদের রায়ের পাশাপাশি থাকবে দর্শকের ভোটের সুযোগ।
সংবাদ সম্মেলনে এসব ঘোষণা দেন মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান সিটিসেলের বিপণন (যোগাযোগ) বিভাগের প্রধান তাসলিম আহমেদ। আরও উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সিটিসেলের প্রধান বিপণন কর্মকর্তা কাফিল এইচ এস মুঈদ প্রমুখ।
.dainik prothom alo

No comments:

Post a Comment

kazi-music