CRICKET LIVE STREAMING

Friday, July 30, 2010

ইন্টারনেটে তথ্য খোঁজার সার্চ ইঞ্জিনসহ পাঁচটি ওয়েবসাইট

ইন্টারনেটে তথ্য খোঁজার সার্চ ইঞ্জিনসহ পাঁচটি ওয়েবসাইট চালু করেছে আস্ক বাংলাদেশ ডট কম লিমিটেড। এর মধ্যে আইটি রিল (www.itreel.com) একটি পূর্ণাঙ্গ সার্চ ইঞ্জিন। লগইন বিডি (www.loginbd.com) নামে আছে বাংলাদেশ ভিত্তিক ওয়েব নির্দেশিকা। চাকরি ও শিক্ষাবিষয়ক ওয়েবসাইটটি হলো শ্রমবাজার (www.sromobazar.com)। তথ্যপ্রযুক্তির কর্মক্ষেত্র তৈরির একটি নিলামের সাইটও আছে। এর ঠিকানা www.itbidding.com। আরও একটি ওয়েবসাইট হলো তথ্যপ্রযুক্তি পণ্যের বাজারভিত্তিক সাইট আস্ক বাজার (www.askbazar.com)। প্রতিষ্ঠানটি বাংলাদেশি ওয়েবমেইল সেবার জন্য আস্কমেইল ডট কম এবং তৈরি পোশাক শিল্পের জন্য ড্রেসবাজার ডট কম নামে দুইটি ওয়েবসাইট এখন তৈরি করছে। —বিজ্ঞপ্তি

No comments:

Post a Comment

kazi-music