বডিগার্ড ছবিতে সালমান খান ও কারিনা কাপুর
বলিউড পাড়ায় রেকর্ড ভেঙে নতুন এক রেকর্ড গড়ল সালমান খান ও কারিনা কাপুর অভিনীত ছবি বডিগার্ড। মুক্তি পাওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় দর্শক টানার রেসে সালমান ও সোনাক্ষি সিনহা অভিনীত দাবাং ছবিকেও ছাড়িয়ে গেছে এই ছবি।
নিজের অভিনীত ছবি ব্যবসা সফল হওয়ার খুশিতে এখন যেন সপ্ত আসমানে ভাসছেন কারিনা। সেই খুশির কথা জানাতে গিয়ে তিনি জানালেন, মুক্তি পাওয়ার মাত্র পাঁচ দিনেই বডিগার্ড ছবিটি প্রায় ৮২ কোটি রুপি ব্যবসা করেছে। যা ছবিটিকে সবচেয়ে ব্যবসা সফল হিসেবে পরিচিত করিয়ে দেবে। তবে একটি সূত্র জানিয়েছে, যতই ব্যবসা করুক না কেন বডিগার্ড কখনোই থ্রি ইডিয়টস ছবির রেকর্ডটি ভাঙতে পারবে না। টিএনএন।
No comments:
Post a Comment