CRICKET LIVE STREAMING

Sunday, August 7, 2011

সিস্টেম রিস্টোর বন্ধ করে দিন

অনেক সময় কম্পিউটারের সিস্টেম রিস্টোরে অনেক অপ্রয়োজনীয় ফাইল জমে হার্ডডিস্কের মেমোরি দখল করে রাখে। এমনকি অনেক ভাইরাসও সেখানে আসন পেতে বসে, যা আবার অপারেটিং সিস্টেম সেটআপ দিলেও সেই সিস্টেম রিস্টোরের মেমোরির কোনো পরিবর্তন হয় না। কম্পিউটারের সিস্টেম রিস্টোর বন্ধ করে দিতে চাইলে প্রথমে My computeৎ-এ মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Pৎopeৎties-এ যান। এখন System Restoৎe-এ ক্লিক করে Tuৎn off System Restoৎe on all dৎives-এ ঠিক চিহ্ন দিয়ে ok-তে ক্লিক করুন। নতুন একটি উইন্ডো এলে সেটির yes-এ ক্লিক করুন। দেখবেন, কম্পিউটারের সিস্টেম রিস্টোর বন্ধ হয়ে গেছে।
এখন My Computeৎ-এর মেন্যুবারের Tools থেকে Foldeৎ options নির্বাচন করে View-তে ক্লিক করুন। Show hidden files and foldeৎs-এ ঠিক চিহ্ন দিন এবং Hide extensions foৎ known file types ও Hide pৎotected opeৎating system files বক্স থেকে ঠিক চিহ্ন তুলে দিয়ে ok করুন। এখন দেখবেন, হার্ডডিস্কের প্রতিটি ড্রাইভে System Volume Infoৎmation নামে একটি লুকায়িত ফোল্ডার দেখা যাচ্ছে এবং সেটির ভেতরে কোনো ডেটা নেই (থাকলেও সেগুলো ডিলিট করে দেন) এবং কম্পিউটারে ফাঁকা অংশের পরিমাণও অনেক বেড়ে গেছে।
—মো. আমিনুর রহমান

No comments:

Post a Comment

kazi-music