খো শ আ ম দে দ : রমজানুল মুবারক
মাওলানা শাহ আবদুস সাত্তার
পরম রাব্বুল আলামিনের খাস রহমত, বরকত ও নেয়ামতের মহান মাস রমজানুল মুবারক আমাদের মাঝে আবার ফিরে এসেছে। বিশ্বে শত-কোটি ধর্মপ্রাণ মুসলমান রোজা পালনের মাধ্যমে এই মাসটি মহাখুশি ও আনন্দ সহকারে পালন করে। মুসলিম মূল্যবোধের প্রশিক্ষণে এই পবিত্র মাসের গুরুত্ব, মরতবা ও ফজিলত অপরিসীম। রোজা পালন সম্পর্কে আল্লাহপাক কোরআনুল কারিমে ইরশাদ করেছেন—‘ইয়া আইয়্যুহাল্লাজিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাজিনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।’ অর্থাত্ হে মোমিন বান্দাগণ, তোমাদের ওপর রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে, যেরূপ তোমাদের পূর্ববর্তীদের ওপর করা হয়েছিল। যাতে তোমরা সাধুত্ব, পরিশুদ্ধতা লাভ করতে পার। অন্য একটি আয়াতে বলা হয়েছে—তোমাদের কেউ রমজানুল মুবারকের মাসপ্রাপ্ত হলে সে যেন তখন রোজা রাখে। আরবি বারো চাঁদের মধ্যে রমজানুল মুবারক মাহিনার মাহাত্ম্য, গুরুত্ব ও ফজিলত অতীব তাত্পর্যবহ; যা মানব জীবনকে পবিত্রময়-সুন্দর করে এবং আখেরাতে নাজাতপ্রাপ্তি ও শান্তির নিশ্চয়তা দেয়। পারস্পরিক সহমর্মিতা, সৌহার্দ্য বোধ এবং আত্মশুদ্ধির মহান শিক্ষা ও অনুশীলনে রমজানুল মুবারকের ভূমিকা অনস্বীকার্য। সত্য-অসত্য, পাক-পুণ্য এবং ভালো-মন্দের যথার্থ উপলব্ধির মাধ্যমে মানবজীবনকে মহীয়ান ও সফল করে গড়ে তোলার লক্ষ্যেই এই রমজানুল মুবারকের শুভ আগমন।
আমাদের জীবনের সব ক্ষেত্রে রমজানের রোজা পালন জীবনকে করে পূত-পবিত্র ও ঐশ্বর্যমণ্ডিত। এক কথায় মাহে রমজানের ত্যাগ ও সংযমের মহান শিক্ষা দিয়ে আমাদের প্রতি পরম রাব্বুল আলামিনের রহমত ও বরকতের পাল্লা ভারী করে। অন্যদিকে সমাজ জীবনে সাম্য প্রতিষ্ঠার ক্ষেত্রে রমজানের গুরুত্ব ও মহিমা অপরিসীম। ধনী-গরিবের মধ্যকার ভেদাভেদ ভুলে আমরা এই মহান পবিত্র মাসে পরস্পর একাত্ম হই। এছাড়া ইবাদত-বন্দেগি, দোয়া কবুল, দুনিয়া-আখেরাতের নাজাত, মুক্তি ও শান্তি লাভ এবং সবরকম পাপ-পঙ্কিলতা থেকে মুক্তির জন্য রমজানুল মুবারকের উদ্দেশ্য আরও ব্যাপক ও সুদূরপ্রসারী। পবিত্র মাহে রমজানের মর্যাদা, তাত্পর্য, মরতবা ও ফজিলত প্রত্যেক মুমিন মুসলমানের জন্য নেয়ামতস্বরূপ। এই রমজানুল মুবারকে বিশ্ব মানুষের সংবিধান পবিত্র কোরআনুল কারিম আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন এবং বলেছেন, রোজা আমারই জন্য রাখা হয়, আমি স্বয়ং রোজাদারদের পুরস্কৃত করব এবং যে বা যারা রিপু দমন করে খাঁটি পথে অটল থাকে তাকে আমি অগণিত সওয়াব প্রদান করব। পবিত্র ইসলামে পাঁচটি স্তম্ভের মধ্যে রোজা তৃতীয়। রমজানের এই রোজা পালন গুরুত্বপূর্ণ এবং এটি একক বৈশিষ্ট্যপূর্ণ ইবাদত,। এই ইবাদতের মাধ্যমে মানুষের সর্বাধিক ত্যাগ, সংযম, ধৈর্য ও কষ্ট-সহিষ্ণুতার প্রমাণ মেলে এবং আমরা শারীরিক, মানসিক, নৈতিক, আত্মিকসহ সব ক্ষেত্রে রমজান মাসের রোজা পালনে অগণিত সওয়াব লাভ করি। হজরত ওমর ফারুক (রা.) বর্ণনা করে বলেছেন, হজরত রাসুলে মকবুল (সা.) ইরশাদ করেছেন, পবিত্র মাহে রমজান আগমনের সঙ্গে সঙ্গে বান্দাাকুলের জন্য আনন্দ-উচ্ছ্বাস ও রহমত-বরকত, সচ্ছলতা ও নেয়ামতের বারিধারা বর্ষিত হতে থাকে। এছাড়াও একটি হাদিসে উল্লেখ রয়েছে, রমজানুল মুবারকের বরকতে বেহেশতের দরজা খুলে দেয়া হয় এবং দোজখের দরজা বন্ধ করা হয় ও শয়তানকে বন্ধ রাখা হয়। আরও একটি হাদিসে বর্ণিত আছে, রমজান মাসের রোজা পালনকারী ফেরেশতা, পশু-পাখি, কীট-পতঙ্গ এমনকি বিশ্ব ভুবনের সমুদয় প্রাণী জগত বরকত ও নেয়ামতপ্রাপ্ত হয়। এছাড়া বিভিন্ন হাদিস গ্রন্থে পবিত্র রমজান মাস সম্পর্কে মূল্যবান উদ্ধৃতি রয়েছে। তিবরানি, আহমদ ও তিরমিজি শরীফে মাহে রমজান সম্পর্কে বলা হয়েছে—রমজানুল মুবারক রহমত, বরকত, নেয়ামত ও গোনাহ-পাপরাজি ক্ষমা পাওয়া ও দোয়া ফরিয়াদ কবুলিয়াতের মাস। এই পবিত্র মাসে সব ফেরেশতা প্রত্যহ মানুষের উদ্দেশে বলেন—হে কল্যাণ, শুভকামনা অনুসন্ধানকারী! মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ কর। তাঁর জিকির, তাসবিহ-তাহলিলে রত হও, কায়মনে দু’চোখ খুলে তওবা-ইস্তেগফার কর। তোমরা এই রমজানুল মুবারকে যা কামনা বা ইচ্ছা করবে, আল্লাহপাক কবুল করে নেবেন। শুধু তাই নয়, এই রহমতের মাসে অগণিত দোজখিকে নাজাত দিয়ে দেন।
অতএব আসুন, এই রমজানুল মুবারকের মাসের প্রতি যথার্থ শ্রদ্ধা প্রদর্শন ও পবিত্রতা বজায় রেখে সত্যিকারভাবে আল্লাহপাকের নিমিত্ত রোজা পালন, তারাবি আদায়, ইফতার, সাহরি, দান-খয়রাত, পবিত্র কোরআন তেলাওয়াত, যাকাত, ফেতরা, পবিত্র শবেকদর পালন, ইতেকাফ এবং ঈদ উদযাপন ইত্যাদি সবকিছুর মধ্যেই মূলত ইবাদত-বন্দেগি তথা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত, বরকত এবং নেয়ামত বর্ষিত হবে। প্রকৃত শান্তি, মুক্তি ও মহামঙ্গল রমজানুল মুবারকের বদৌলতে জীবনকে সর্বাঙ্গীণ সুন্দর করে গড়ে তুলি। আল্লাহপাক বিশ্বের সব রোজাদারের সিয়াম সাধনা কবুল করুন।
লেখক : সভাপতি, বাংলাদেশ সীরাত মিশন
No comments:
Post a Comment