CRICKET LIVE STREAMING
Wednesday, July 27, 2011
ফেসবুকে ফেলে আসা দিনগুলো
যাঁরা ফেসবুক ব্যবহার করেন তাঁরা অনেকেই হয়তো ভুলে গেছেন, প্রথম ফেসবুক স্ট্যাটাস কী ছিল অথবা কোনো দিন থেকে আপনি ফেসবুক ব্যবহার শুরু করেছেন। অনেকেই চান প্রথম দিকের সেই স্ট্যাটাসগুলো আবার দেখতে বা পড়তে। আপনার ফেসবুক অ্যাকাউন্টে এসব পাওয়া না গেলেও একটি ওয়েবসাইট আপনার সব স্ট্যাটাস তাদের আর্কাইভে সংগ্রহ করে রেখেছে আপনার জন্যই। তেমনি একটি ওয়েবসাইট আর্কাইভবুক (archivedbook)। আর্কাইভবুকে আপনি আপনার ফেসবুকের শুরুর দিন থেকে আজ পর্যন্ত শেয়ার করা সব স্ট্যাটাস তারিখানুসারে পেয়ে যাবেন। সেই সঙ্গে আপনার ফেসবুকবন্ধুদেরও সব স্ট্যাটাস ও শেষ ৩০ দিনে আপনার স্ট্যাটাসে কতগুলো কমেন্ট ও লাইক পড়েছে তাও জানতে পারবেন। এখনই আপনার ফেসবুক আর্কাইভ পেতে http://archivedbook.com এই ঠিকানায় প্রবেশ করুন।—সাজিদুল হক
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment