CRICKET LIVE STREAMING

Friday, April 29, 2011

জোলির পারিশ্রমিক

অ্যাঞ্জেলিনা জোলি


একটি পণ্যের বিজ্ঞাপনের জন্য এত অর্থ কোনো তারকা পাননি এর আগে। হলিউড তারকাদের মধ্যে অ্যাঞ্জেলিনা জোলিই একমাত্র অভিনেত্রী, যিনি কোনো পণ্যের মডেল হওয়ার বিনিময়ে ৬৪ লাখ ৫০ হাজার পাউন্ড নিলেন। ফরাসি ফ্যাশন হাউস লুঁই ভুত্তর মডেল হিসেবে তিনি এ সম্মানী পাচ্ছেন। লুঁই ভুত্ত চামড়াজাত বিলাসবহুল পণ্য প্রস্তুত করে থাকে। এ বছরের শেষ নাগাদ জোলির বিজ্ঞাপনটি সংবাদপত্র ও ম্যাগাজিনে দেখা যাবে। ইতিপূর্বে টি-মোবাইলের বিজ্ঞাপন করে ক্যাথরিন জেটা জোনস সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়ার তালিকায় শীর্ষে ছিলেন। তিনি ৩২ লাখ পাউন্ড নিয়েছিলেন। একটি সুগন্ধির বিজ্ঞাপনের জন্য নিকোল কিডম্যান নিয়েছিলেন ২৫ লাখ। আর প্রসাধনসামগ্রীর অন্য একটি বিজ্ঞাপনের বিপরীতে গিনেথ প্যাল্ট্রো নিয়েছিলেন ১৯ লাখ পাউন্ড। ওয়েবসাইট।

No comments:

Post a Comment

kazi-music