CRICKET LIVE STREAMING

Friday, March 11, 2011

শীর্ষ ধনী কার্লোস স্লিম দ্বিতীয় বিল গেটস: ফোর্বসের তালিকা



কার্লোস স্লিম ও বিল গেটস


মাত্র এক বছরে দুই হাজার ৫০ কোটি (২০.৫ বিলিয়ন) মার্কিন ডলার আয় করে বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় আবারও শীর্ষে চলে এসেছেন মেক্সিকোর টেলিকম ব্যবসায়ী কার্লোস স্লিম হেলু। বর্তমানে তাঁর সম্পদের পরিমাণ সাত হাজার ৪০০ কোটি ডলার। ধনীদের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। তাঁর সম্পদ এখন পাঁচ হাজার ৬০০ কোটি ডলার। আর তৃতীয় স্থানের অধিকারী ওয়ারেন বাফেটের সম্পদ পাঁচ হাজার কোটি ডলার। ফোর্বস সাময়িকী ২০১১ সালের ধনীদের এ তালিকা গতকাল বৃহস্পতিবার প্রকাশ করে।
তালিকায় প্রথমদিকে থাকা ভারতীয়দের মধ্যে ষষ্ঠ অবস্থানে আছেন লক্ষ্মী মিত্তাল এবং নবম অবস্থানে মুকেশ আম্বানি। আর্সেলর মিত্তালের প্রধান নির্বাহী লক্ষ্মী মিত্তালের সম্পদের পরিমাণ তিন হাজার ১১০ কোটি ডলার। আরও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি দুই হাজার ৭০০ কোটি মার্কিন ডলারের মালিক।
ফোর্বস জানায়, বিলিয়নিয়ারের এই তালিকায় গত বছর নতুন প্রায় ২০০ জনের নাম যুক্ত হয়েছে। বর্তমানে সারা বিশ্বে বিলিয়ন ডলার সম্পদের মালিক এক হাজার ২১০ জন। এই তালিকায় থাকা ছয়জনই সামাজিক যোগাযোগের ওয়েব সাইট ফেসবুকের সঙ্গে যুক্ত। মার্ক জাকারবার্গ, সন পার্কারসহ আরও আছেন ফেসবুকে বিনিয়োগকারী পিটার থিয়েল ও ইউরি মিলনার এবং সহপ্রতিষ্ঠাতা এডুয়ার্ডো সাভেরিন ও দুস্তিন মস্কোভিৎস।
তবে গত বছর সবচেয়ে বেশি সম্পদ হারিয়েছেন ইউরোপের আধুনিক আসবাবপত্র নির্মাণপ্রতিষ্ঠান ইকিয়ার প্রতিষ্ঠাতা ইনগাভার ক্যাম্পরাড। এক হাজার ৭০০ কোটি ডলারের সম্পদ থেকে তিনি খুইয়েছেন ৬০০ কোটি ডলার। এ কারণে আগের বছরে ফোর্বস-এর তালিকায় তিনি ১১তম অবস্থানে থাকলেও এবার নেমে এসেছেন ১৬২তম স্থানে।
বিশ্বের এক হাজার ২১০ জন বিলিয়নিয়ারের মোট সম্পদ সাড়ে চার ট্রিলিয়ন ডলার। তালিকায় সবচেয়ে বেশি আছেন মার্কিন নাগরিকেরা। তাঁদের সংখ্যা ৪১৩ জন। এবারের উল্লেখযোগ্য বিষয় হলো, ইউরোপকে ছাড়িয়ে এই প্রথমবার দ্বিতীয় অবস্থানে চলে গেছেন এশিয়ার বিলিয়নিয়াররা। ইউরোপের ৩০০ জনের বিপরীতে এশিয়ার আছেন ৩৩২ জন। এর মধ্যে চীনের আছেন ১১৫ এবং রাশিয়ার ১০১ জন। তবে সারা বিশ্বের মধ্যে রাশিয়ার মস্কোতেই সবচেয়ে বেশি বিলিয়নিয়ারের বাস। মস্কোর বিলিয়নিয়ারের সংখ্যা ৭৯ জন।
বিবিসি, এএফপি।

No comments:

Post a Comment

kazi-music