CRICKET LIVE STREAMING

Saturday, February 19, 2011

প্রতি গান দেড় কোটি রুপি! মল্লিকা শেরাওয়াত

মল্লিকা শেরাওয়াত

মল্লিকা শেরাওয়াত


এবার একটি নয়, তিন-তিনটি নতুন আইটেম গান দিয়ে মল্লিকা শেরাওয়াত ফিরছেন বলিউডে। পরিচালক আনিস বাজমি তাঁর ওয়েলকাম ছবিতে সফলভাবে ব্যবহার করেছেন মল্লিকাকে। এবার তাঁর নতুন ছবি থ্যাংক ইউতেও মল্লিকাকে কাজে লাগাতে চাইছেন। আনিস মনে করেন, তাঁর ছবিতে মল্লিকার উপস্থিতি দর্শকদের আগ্রহ বাড়াবে। আনিস বাজমি ছাড়াও পরিচালক চন্দ্রকান্ত সিং তাঁর বিন বুলায়ে বারতি ছবিতে মল্লিকার জন্য দুটি আইটেম গান রেখেছেন। সুযোগমতো মল্লিকাও দর হাঁকিয়েছেন আকাশছোঁয়া। প্রতিটি আইটেম গানের জন্য মল্লিকা নিচ্ছেন দেড় কোটি রুপি! ওয়েবসাইট।

No comments:

Post a Comment

kazi-music