শীর্ষ উপার্জনকারী
জেমস ক্যামেরন [৫৬] পরিচালিত 'অ্যাভাটার' ২০১০ সালে সর্বকালের সেরা ব্যবসাসফল ছবির রেকর্ড গড়ে। ফলে তিনিই গত বছর হলিউড ব্যক্তিত্বদের মধ্যে সবচেয়ে বেশি আয় করেছেন। তার আয়ের পরিমাণ ২৫৭ মিলিয়ন মার্কিন ডলার। ভ্যানিটি ফেয়ার সাময়িকী পরিচালিত হলিউডের শীর্ষ ৪০ ধনী তারকার তালিকার শীর্ষ পাঁচে আরও আছেন যথাক্রমে জনি ডেপ, পরিচালক স্টিভেন স্পিলবার্গ, ক্রিস্টোফার নোলান ও লিওনার্ডো ডিক্যাপ্রিও। আনন্দ প্রতিদিন ডেস্ক
No comments:
Post a Comment