CRICKET LIVE STREAMING

Tuesday, December 28, 2010

এক্সেল জানাবে আপনার বয়স

মাইক্রোসফট এক্সেলের সাহায্যে তৈরি করা একটি ফাইলের সাহায্যে আপনি নির্ভুলভাবে বয়স গণনা করতে পারেন। এইজ ক্যালকুলেটর নামের এই এক্সেল ফাইলটি http://mediafire.com/?rtcivk903ctyt9e ঠিকানা থেকে নামিয়ে নিন। ফাইলটি খুলে Current date লেখা বক্সে পর্যায়ক্রমে বর্তমান দিন মাস সাল লিখুন (অর্থাৎ আজকের দিন-তারিখ সাল)। এরপর Date of birth লেখা বক্সে পর্যায়ক্রমে আপনার জন্মদিন, তারিখ ও সাল লিখুন। এরপর Age লেখা বক্সে ক্লিক করলেই দিন, তারিখ ও মাসের হিসাবে আপনার প্রকৃত বয়স বের হয়ে যাবে। এই নিয়মে যে কারও বয়স গণনা করতে পারবেন।
খালেদ মাহমুদ খান

No comments:

Post a Comment

kazi-music