প্রভা-রাজিব-অপূব । ব্লগগুলোতে তুমূল ঝাড় উঠে এই বিষয় নিয়ে।সবাই সবার মতামত জানাতে শুরু করল। এই ধরনের ঘটনাগুলো পড়ে গিয়ে আমি নিজের মধ্যে একটা শঙ্কা অনুভূব করি। এটা কি আমাদের মিডিয়ার অবস্থা।পরিচালনের খূশির জণ্য সুন্দরী মডেলরা কি না করতে পারে {!!!} কয়টা ঘটনা আর প্রকাশ পায় । সব থেকে যায় পর্দার আড়ালে।এর জণ্য আমার কাদের দোষ দিব সুন্দরী মডেলদের না কি পরিচালকদের??
আমাদের সম্মানীত পরিচালক ফারুকীর কথা বলি যিনি কি না নিজেকে নারী বিরুদ্ধী মানুষ বলে দাবি করত। কথনো বিয়ে করবে না এই ধরনের কথা বলব। সেই ৪০-৫০ বছরের {সঠিক বয়স জানি না} বিয়ে করল তরুনী ২০-২২ তিশাকে। ভালবাসা বলে কথা তাই না !!!!!কিন্তু পএিকায় পড়ে জানতে পারলাম তিন বছর ধরে না কি তিশা আর ফারুকীর প্রেম ছিল !!! এরা মুখে বলে একরকম আর করে আর রকম। আমাদের দেশে রাজনীতিবীদের মত অবস্থা আর কি?
ফারুকীর নাটক আমি পাছন্দ করি তা না। আমি নিজেত্ত তার ছবি দেখি। স্পাটাকার্ট একাত্তর , এমন দেশটা কোথায় খুজে পাবে না। এই নাটক গুলো অনেক সুন্দর হয়েছে। আমি বেশ কয়েকবার দেখেছি।কিন্তু নাটকে ভাষা সম্পকে ফারুকীর যা অবস্থা তা নিয়ে না ক্যাচাল পারলেত্ত চলবে সবাই তা জানেন।
প্রভার ব্যাপারটায় আসি। যে বিষয়ে লিখছি। আমার বলতে লাজ্জ্বা লাগছে না বলতে যে আমি প্রভার ভিডিত্ত টা দেখেছি। সাধারনত আমি এই ধরনের জিনিসগুলো দেখি না {সাধু সাজার চেষ্টা আর কি} । কিন্তু এই ভিডিত্তটা দেখেছি দুটো করনে।
১. আমার কেন যেন মনে হচ্ছিল এটা একটা মেকি ভিডিত্ত। হয়ত ভিডিত্ত এডিটিং এর নিকুত কোন কাজ।
২.এই ভিডিত্ত টা কি লুকিয়ে করা না কি প্রভার অনুমতি নিয়ে করা
এখন বলি কারন গুলোর ব্যাখ্যা
*যদি ভিডিত্তটা প্রভার অনুমতি ছাড়া লুকিয়ে করা হত বা প্রতারনা করে করা হত কিংবা প্রভা রাজিবের সাথে অন্তরঙ্গ অবস্থায় ছিল কিন্তু ভিডিং হয়েছে হিডেন ক্যামেরা দিয়ে ভিডিত্ত করা হয়েছে তাহলে আমি নিজে প্রভাকে খুব একটা দোষারোপ করতাম না।প্রতিটি মানুষের একটা শারীরিক চাহিদা থাকে ।যেহেতু তাদের বিয়ে ঠিক হয়েছে এরকম এটা কাজ হতে পারে। মানুষের আবেগগুলো নিয়ন্তন করা খুব কষ্টকর । বিশেষ করে এই রকম আবেগ গুলো।
*কিন্তু* প্রভা যে কাজটা করছে তা একজন রুচি পূন মানুষ যার কি না হিতাহিত ধারনা নেই । যার কোন রকম মূলোবোধ নেই এবং মানসিকভাবে অসুস্থ একজন মানুষের কাজ বলে মনে হল।প্রভা যেন খ্যাতি ,সম্মান, টাকার কাছে বিক্র হয়ে গিয়েছিল।সে এটাই অন্ধ হয়েছিল যে দিন কে দিন আর রাতকে রাত মনে করত না। তারা এই সবকিছুর জন্য দায়ি হল মূলোবোধের অবক্ষয়।
রাজিব বেটা কি সাধু ?? ত্ত একটা বদ এর হাড্ডি। কি দরকার ছিল এই ভিডিত্ত গুলো এভাবে প্রচার করার।এতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে করা কেউ কি একটু ভেবে দেখেছেন? একটু ভেবে বলুন তো কারা ?******
সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমাদের তরুন সমাজের বিশেষ করে টিনএজদের। এখন মোবাইলের ব্লুটুথের কল্যানে তা ছড়িয়ে পড়ে একজনে মোবাইল থেকে আর একজনের মোবাইলে।এতে করে কি একটুকু ক্ষতি হচ্ছে না । বিশেষ আবেগ গুলো্ আরো বাড়িয়ে দিচ্ছে।এগুলো কি রাজিবের মত আলালের ঘরে লম্প্যট একবার ভেবে দেখেছে। বিশেষ করে এই পবিএ রমজানে মাসে এই ভিডিত্ত গুলো এবার উম্মুত করা কি উচিত হয়েছে? আমরা শুধু বলতে পারব । কিন্তু ত্তদের কিছু হবে না ।এদের মূলোবোধ কখনো কি আসবে না। আমাদের এই ধরনে কথা কি মতামত গুলো বৃথা।শুধু লিখা আর পড়ার মধ্যে সীমাব্ধ।
মিডিয়ার জগতের মনুষদের একটা কথা
“আগে আপনার ভাল হয়ে তারপর ভাল নাটক কিংবা চলচ্চিএ তৈরি করা উচিত । এভাবে আমাদের মূলোবোধ এবং মিডিয়াকে গলা টিপে হত্যা করবেন না”
No comments:
Post a Comment