CRICKET LIVE STREAMING

Thursday, September 23, 2010

অস্কারে যাচ্ছে ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’

৮৩তম একাডেমি অ্যাওয়ার্ড (অস্কার) প্রতিযোগিতায় ‘বিদেশি ভাষার ছবি’ বিভাগের জন্য বাংলাদেশ থেকে পাঠানো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছবিটি। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ এবার ছবিটি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। গতকাল বুধবার দুপুরে রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এবার তিনটি ছবি জমা পড়ে। ছবিগুলো হলো জাগো, গহিনে শব্দ ও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এর মধ্য থেকে নয় সদস্যের অস্কার বাংলাদেশ কমিটি মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছবিটিকে চূড়ান্ত করেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের আহ্বায়ক ও অস্কার কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আবদুস সেলিম, কমিটির সদস্য আবদুল লতিফ বাচ্চু, আবু মুসা, রোকেয়া প্রাচী, শামীম আখতার প্রমুখ।

No comments:

Post a Comment

kazi-music