CRICKET LIVE STREAMING

Friday, August 5, 2011

 প্রতি তিনজনের একজন স্মার্ট ফোন ব্যবহারকারী

যুক্তরাজ্যে বর্তমানে প্রতি তিনজনের মধ্যে একজন স্মার্ট ফোন ব্যবহার করে। টেলি যোগাযোগ ব্যবস্থা নিয়ন্ত্রণকারী অন্যতম সংস্থা অফকমের এক প্রতিবেদনে এ কথা জানা যায়। সংস্থার বার্ষিক যোগাযোগ বাজার প্রতিবেদনে নিজস্ব গবেষণার সঙ্গে অন্যান্য প্রতিষ্ঠানের বিশ্লেষণের সমন্বয় ঘটানো হয়। ৩৪১ পৃষ্ঠার এ প্রতিবেদনে যুক্তরাজ্যের টিভি, বেতার, ইন্টারনেট ও টেলিকমিউনিকেশন ব্যবহারের ওপর একটি সমন্বিত সংক্ষিপ্ত ছবি তুলে ধরা হয়েছে। এতে দেখা গেছে, স্মার্ট ফোন ব্যবহারকারীদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় অ্যাপলের আই ফোন। তবে টিনএজারদের মধ্যে জনপ্রিয় হচ্ছে, রিসার্চ ইন মোশনের (রিম) ব্ল্যাকবেরি। প্রতিবেদনে জানানো হয়, মোবাইল ফোনের ক্ষেত্রে ৫৮ শতাংশ পুরুষ ও ৪২ শতাংশ নারী স্মার্ট ফোন ব্যবহার করে। তবে টিনএজারদের ক্ষেত্রে চিত্রটি বিপরীত। ৫২ শতাংশ মেয়ে ও ৪৮ শতাংশ ছেলে স্মার্ট ফোন ব্যবহার করে। এ ছাড়া পরিণত বয়স্কদের মাঝে অ্যাপলের আই ফোন জনপ্রিয় হলেও কিশোর-কিশোরীদের কাছে ব্ল্যাকবেরি বেশি প্রিয়। জরিপে দেখা গেছে, শতকরা ৩২ জন বয়স্ক ব্যক্তি অ্যাপলের আই ফোন ও শতকরা ৩৭ জন টিনএজার ব্ল্যাকবেরি ব্যবহার করছে। স্মার্ট ফোনের ব্যাপক ব্যবহারে মোবাইল ইন্টারনেট ব্যবহারও নাটকীয়ভাবে বেড়ে গেছে। মুঠোফোনে সবচেয়ে বেশি ব্যবহূত ওয়েবসাইটটি হচ্ছে ফেসবুক। ২০১০ সালের ডিসেম্বরে এ ওয়েবসাইটটি সারা বিশ্বে চার কোটি ত্রিশ লাখ ঘণ্টা ব্যবহূত হয়। —বিবিসি

No comments:

Post a Comment

kazi-music